পাসপোর্ট রিইস্যু
  • আপনার মেশিন রিডেবল পাসপোর্ট রি-ইস্যু করার জন্য এক কপি ছবি এবং সঠিকভাবে পূরণকৃত রি-ইস্যু ফর্ম দূতাবাস কাউন্টারে জমা দিতে হবে। যে এমআরপি রি-ইস্যু করা হবে, সেটির মূলকপি সংগে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।

 

  • রি-ইস্যু ফর্ম দূতাবাসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা দূতাবাসের কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

 

  • ডকুমেন্টস সঠিক থাকলে রি-ইস্যু আবেদন যেদিন দূতাবাসে জমা দেয়া হয়,সেদিনই এমআরপি সিস্টেমে রি-ইস্যুর জন্য এনরোলমেন্ট করা হয়।

 

  • এনরোলমেন্টের পরে ডেলিভারি স্লিপটি ভালোভাবে যাচাই করুন। তথ্যে কোনো ভুল থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দূতাবাসকে জানান।

 

  • এমআরপি রি-ইস্যু ফি ৯৫ ইউরো। ফি দূতাবাসে অবস্থিত অটোমেটিক পেমেন্ট মেশিন অথবা পিরাউস ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে জমা রশিদ ফরমের সাথে সংযুক্ত করতে হবে।


পাসপোর্ট রিইস্যু ফরম ডাউনলোড লিংক